খিলাফা কেনো প্রয়োজন
একটা ব্যাপার আমাদেরকে অবশ্যই মনের মধ্যে গেথে নিতে হবে যে, গনতন্ত্র দিয়ে যত সরকার ই আসুক, আমাদের সমাজের উন্নয়ন, সমস্যা কেউ ই সমাধান করতে পারবেনা । তিক্ত সত্য হচ্ছে, সবাই ক্ষমতা, অর্থ-কড়ি এর লোভ নিয়ে রাজনীতি করে । এবং এই পশ্চিমাদের দেওয়া গনতন্ত্র একটা কুফরি ব্যবস্থা, আমাদের মুসলিম সমাজের জন্য অভিশাপ । আমরা এশিয়ান রা যত ই চাই, আমাদেরকে উন্নত হতে দেওয়া হবেনা এই ব্যাবস্থায় থাকলে । একটার পর আরেকটা সরকার আসবে কিন্তু সমাজের মা বোন রা নিরাপদ থাকবেনা, মানুষ হক কথা বলতে পারবেনা, নিজের অধিকার আদায় করতে পারবেনা রক্ত দেওয়া ছাড়া । আশা করি ১৯৭১ - ২০২৪ পর্যন্ত যথেষ্ট দেখেছি আমরা ।
আমাদের সমাজের সকল সমস্যার সমাধান ইসলামে আছে । আমাদের সমাধান কুরআন এ আছে । এই আল্লাহর দেওয়া নিয়ম অনুসরন করে পথ চললে সমাজে শান্তি ফিরে আসবে । রসূল(ﷺ) এর দেখিয়ে দেওয়া ইসলামি রাষ্ট্র ব্যাবস্থা - খিলাফা - যতদিন ছিলো, মুসলিম পন্ডিত, বিজ্ঞানী দের আধিপত্য বিরাজমান ছিলো । আমাদের সোনালি যুগ চলতে থাকলো ।
সেই সময় ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিলো । যখন ই আমাদের পতন হওয়া শুরু হলো, পশ্চিমা রা আমাদের সাধনার জ্ঞান এ ভর করে জ্ঞান বিজ্ঞান এর চর্চায় মন দিয়ে উন্নত হওয়া শুরু করলো, আমাদেরকে তাদের কলোনি বানিয়ে ফেললো । আধুনিক যত পশ্চিমা বিজ্ঞানী দেখবেন সব ই প্রায় ১৮০০ সাল এর সময় থেকে আসা শুরু হয়েছে।
খিলাফার সেই সোনালি যুগ এ আমাদের আবার ফিরে যেতেই হবে । আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, আর এই ইসলাম এর নিয়মেই দেশ চলা বাধ্যতামূলক । রক্ষক নামের রাষ্ট্রীয় সংস্থা (র্যাব, পুলিশ, ডিজিএফআই) দ্বারা মানুষের উপর নির্দয় অত্যাচার, আয়নাঘরের মত পাশবিক টর্চার সেলের কাহিনি, নিরীহ মা-বোন দের নির্মম সম্ভ্রমহানী এর করুন কাহিনী দেখে আমাদের মন ধারনা করি পাথর হয়ে গেছে ।
পশ্চিমে তাকালে দেখি তারা ইসরাইল কে ফ্রি টিকিট দিয়ে রেখেছে ফিলিস্তিনি ভাই বোন দের অত্যাচার এর জন্য, কেউ একটা কথা বলেনা, বরং টন কে টন বোমা সরবরাহ করে । আমার ভাই রা যখন যুলুম এর প্রতিবাদ করতে যায় তাদেরকে জঙ্গি বলা হয়, ইচ্ছামত মারা হয়, তখন কেউ কিছুই বলেনা । ২০২১ এ যখন রাশিয়া ইউক্রেনে আক্রমন করলো, সবাই ইউক্রেনের পতাকা বাসা বাড়িতে, ওয়েবসাইটে দিয়ে একদম ঘিরে ফেলে । সেই মানুষগুলোই গাযা তে নির্মমতা তাকিয়ে দেখে । প্রতিবেশি ইসলামি দেশ গুলিও তাকিয়ে তাকিয়ে দেখে, কেউ একটা শব্দ ও বলেনা তাদের থামাতে । এই হচ্ছে পশ্চিমা দের আসল রুপ । এটা শুরু থেকেই ইসলাম এর সাথে কাফির দের সংঘাত । মানবতা ততক্ষন হয় যখন মানুষ টা পশ্চিমা সাদা চামড়ার ।